বাংলা সংস্কৃতিতে নবনীতা দেবসেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার অদ্বিতীয় লেখনির সাবলীল সঞ্চার বাংলা সাহিত্যে নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ঘটনা। বুদ্ধিদীপ্ত বিদুষী মনের স্পর্শ, মরমি হ্দয়বেত্তা ,রচনা র প্রসাদ গুণ, শৈল্পিক নিরাসক্তি এবং সকৌতুকদৃষ্টিভঙ্গি-এতগুলি দুর্লভ গুনের সমৃদ্ধ নবনীতার সাহিত্য।
অতিসম্প্রতি নবনীতা দেব সেন ইহলোক ত্যাগ করেছেন। বহুমুখী প্রতিভাধর অন্যতম এই কথাশিল্পীর এই বর্ণময় সংকলন একাধিক উপন্যাস, গল্প, অগ্রন্থিত প্রবন্ধ-রম্যসাহিত্য, দুষ্প্রাপ্য প্রবন্ধ-সাহিত্য, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, সাক্ষাৎকার ও নাটক দ্বারা সুসজ্জিত। নবনীতা দেবসেনের শেষ লেখায় উল্লেখিত এই বইটি তাঁরই পরিকল্পিত।