-
গীতাঞ্জলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি। ১৯১২ সালে লন্ডনে প্রকাশিত হবার পর ১৯১৩ রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য় নোবেল পুরস্কার লাভ করেন। ভারতীয় হিসেবে এটাই ছিল প্রথম নোবেল পুরস্কার বিজয়। পান্ডুলিপির প্রতিকৃতি সহ প্রতি পাতায় পাশাপাশি আর্টপেপারে মুদ্রিত চমৎকার গিফ্টপ্য়াক।