-
বালিকা জানে না । সমরেশ মজুমদার বিমানে চেপে ছয় মাসের গর্ভবতী দুর্গা আমেরিকা এসেছিল স্বামীর কাছে। প্রথমে সে ভাবতেই পারেনি খোলামেলা জীবন থেকে এসে এমন বদ্ধ অবস্থায় কি করে কাটবে। কিন্তু জীবন বহমান। সমরেশ মজুমদারের "বালিকা জানে না" উপন্যাস মূলত দুর্গার জীবন কে কেন্দ্র করে গড়ে উঠলেও আমেরিকার প্রবাসী বাঙালির সমাজকে দেখা যায় এখানে। সরল গদ্যে লেখা উপন্যাস শেষ পর্যন্ত কৌতুহলী করে রাখে ।