
গ্রাহক সেবার দুই দশক । ২০ বর্ষপূর্তির শুভেচ্ছা
১৯শে মে ২০২২ এটিএন মেগা স্টোর ২০ বছরপুর্তি করে ২১ এ পা রাখলো।
এইদিনে আমাদের অগনিত ক্রেতা,পাঠক,গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বিগত প্রায় দুই দশক ধরে দেশে-বিদেশের যে সকল ব্য়াক্তি, প্রতিষ্ঠান, সরবরাহক ও পরিবহনকারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের বিভিন্ন সহযোগিতা ও অনুপ্রাণিত করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
আমাদের সম্মানিত ক্রেতাগণ আমাদের মূল চালিকাশক্তি। গত দুই দশকে তাঁদের ভালবাসায় আমরা সিক্ত। তাঁদের সহযোগিতায় আমরা অনুপ্রাণিত। আমরা আমাদের হৃদয়ের অন্তস্থল থেকে তাঁদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে সকলের অফুরন্ত ভালোবাসা আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।
সময়ের ব্যবধানে বিগত দিনগুলিতে আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় মুখ, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও স্বজন।আমরা সকল বিদেহী আত্মার শান্তি কামনা করছি। স্বজনহারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।
যুগের চাহিদা এবং প্রযুক্তির উন্নয়ন সুবাদে আমরা আমাদের গ্রাহক সেবার পরিধি বাড়িয়ে ই-কমার্স ওয়েব সাইটে সম্প্রসারন করেছি। এখন ঘরে বসে “atnmegastore.ca”তে লগইন করে আমাদের অনলাইন স্টোর থেকে সবধরনের কিনাকাটা সম্ভব।
বিগত বছরগুলিতে অতিমারী করোনার তান্ডব, বিশ্বব্যাপী অস্থিরতা ও মূদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনজীবন দূর্বিসহ। এরপরও প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের সম্মানিত ক্রেতা সাধারনের জন্য আকর্ষনীয় মূল্যছাড় অব্যাহত রেখেছি।
২০ বর্ষপূর্তি উপলক্ষে ১৯শে মে বৃহস্পতিবার থেকে সাপ্তাহব্যাপি আমাদের স্টোর এবং অনলাইন কেনাকাটায় থাকবে ৫০% অবধি মূল্যছাড় !!!