লেখক : প্রচেত গুপ্ত

মাটির দেওয়াল এক মায়া ভরা কাহিনী।রূপকথার মতো অথচ কঠিন বাস্তবের উপর দাঁড়িয়ে। শিক্ষিত আধুনিক পরিবারের স্বপ্ন আর সত্যের লড়াই যেন আত্মকেন্দ্রিক কেরিয়ার সর্বোচ্চ পৃথিবীর সামনে চ্যালেঞ্জ।
মাটির দেওয়াল ঝামেলাহীন পরিবার কম্পিউটার ইঞ্জিনিয়ার শিরীষ বড় ভাই চাকরিদাতা সোমদত্তা আর তাদের অতি বুদ্ধিমতি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে দোতারা। হঠাৎই দাদুর লিখে যাওয়া দলিল থেকে খানিকটা জমি পেয়ে গেল শিরীষ। জমি নেওয়ার ইচ্ছে ছিল না তার। ক্যারিয়ার এবং সম্পত্তি প্রিয় সোমদত্তা জোর করে তাকে সেই জমির দাম জেনে আসতে বলে। অনিচ্ছা সত্ত্বেও নাওডুবি নামের গ্রামে যায় শিরীষ। সন্ধ্যের ম্যাজিক আলোতে পড়ে থাকা রুক্ষ একখণ্ড জমি দেখে মন বদলে যায় শিরীষের। সে একটি গুরুতর সিদ্ধান্ত নেয়। সোমদত্তার সঙ্গে শুরু হয় তুমুল অশান্তি। নিজের সিদ্ধান্ত থেকে সরবে না বলে ঘোষণা করে। সেই মতো কাজও শুরু করে। মেয়ে দোতারা আপত্তি না করলেও বাবাকে আবেগ থেকে সরিয়ে যুক্তিতে ফেরাতে চেষ্টা করে। পারে না। সোমদত্তা ডিভোর্সের তোড়জোড় করে। মাটির দেয়ালের মতো ভেঙ্গে যেতে থাকে পরস্পরের বিশ্বাস। জীবন ও ঘটনাপ্রবাহ সেই দেওয়াল ঘিরে শুরু করে লুকোচুরি খেলা। এই কাহিনী শুধু ফেরবার কাহিনী নয়। শিকড়কে মহীরুহে পরিণত করবার কাহিনী। এক মায়ায় ভরা কাহিনী। পরতে পরতে যা রূপকথার মতো আচ্ছন্ন করে রাখে পাঠককে।